ডা. মহসীন কবির

  ১৯ ডিসেম্বর, ২০১৮

কাশি থেকে মুক্তিতে আনারস

আবহাওয়া পরিবর্তনের এ সময়টাতে হাঁচি-কাশি বেড়ে যায়। দীর্ঘদিন হাঁচি-কাশির সমস্যা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। যারা সর্দি-কাশিতে ভুগছেন, তাদের জন্য সুখবর হলো সর্দি-কাশিতে আনারস খুবই উপকারী। গবেষণায় দেখা গেছে, আনারসের মধ্যে রয়েছে এক ধরনের এনজাইম, যা কাজ করে ব্যথানাশক এবং মিউকোলাইটিক হিসেবে। এ জন্য সর্দি-কাশি, গলাব্যথায় কার্যকর ভূমিকা রাখে। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই সর্দি-কাশির ঘরোয়া চিকিৎসায় আনারসের খ্যাতি রয়েছে। মেক্সিকানরা ব্রংকাইটিস রোগে পথ্য হিসেবে খায় আনারস। ভেনিজুয়েলার বাসিন্দারা গলাব্যথায় ওষুধের বিকল্প হিসেবে খায় আনারস। ব্রাজিলিয়ানরাও দারুণ ভক্ত এ আনারসের। নাক দিয়ে পানি পড়লেই ফুটবলের ভক্ত এ ব্রাজিলিয়ানরাও খেতে থাকে আনারস। এ ছাড়াও আনারসে

রয়েছে নানা ওষুধি গুণ। এক আনারসে যদি পান এত গুণ, তবে কেন আনারস খাবেন না। তাই যারা সর্দি-কাশিতে ভুগছেন, তারা আজ থেকেই আনারস খাওয়া শুরু করতে পারেন।

লেখক : জনস্বাস্থ্যবিষয়ক লেখক ও গবেষক, ইনচার্জ, ইনস্টিটিউট অব জেরিয়েট্রিক মেডিসিন

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close