ডা. মুনতাসীর মারুফ

  ২৫ জুলাই, ২০১৮

ওসিডি একটি মানসিক রোগ

অনেকেই স্বভাবগতভাবে খুঁতখুঁতে প্রকৃতির। খাবারের আগে থালা একবার পরিষ্কার করে সন্তুষ্ট নন, দরজায় তালা লাগিয়ে বারদুয়েক টেনে নিশ্চিত হয়ে নিতে হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে অন্যদের চেয়ে কিছুটা বেশি সতর্ক থাকেন। এসব ব্যক্তিচরিত্রের বৈশিষ্ট্য। তবে এ ধরনের ব্যাপারগুলো যখন মাত্রাতিরিক্ত হয়ে পড়ে, তখন অনেক সময় নষ্ট, দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি করে, তবে সেটি রোগের পর্যায়ে চলে গেছে কি না, তা পর্যালোচনার প্রয়োজন পড়ে। যে রোগটি সম্পর্কে বলা হচ্ছে, চিকিৎসা পরিভাষায় তাকে ‘অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার’ বা সংক্ষেপে ওসিডি বলা হয়। ওসিডিতে আক্রান্ত ব্যক্তির মনে একই চিন্তা বা ছবি বারবার আসা, অথবা একই কাজ বারবার করার উপসর্গ দেখা যায়। তিনি এ চিন্তা মাথা থেকে সরাতে চেষ্টা করেন; কিন্তু পারেন না। চিন্তার কারণে বা চিন্তা সরানোর চেষ্টায় ব্যর্থতার কারণে তার মধ্যে অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়। একই চিন্তার পুনরাবৃত্তির ফলে একই কাজ বারবার করতে থাকেন তিনি। যেমন বারবার মনে হতে থাকে হাতে ময়লা লেগে আছে। এ কারণে তিনি বারবার হাত ধুতেই থাকেন। পরিষ্কার-পরিচ্ছন্নতাজনিত অবসেশনের কারণে অনেকের দুই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায় গোসলে। ‘শুচিবায়ু’ বলতে অনেকে যা বোঝেন তা হলো, ওসিডির একটি ধরন। যেহেতু অধিকাংশ রোগী বুঝতে পারেন তার চিন্তা ও আচরণগুলো অহেতুক এবং অতিরিক্ত, তিনি এর জন্য লজ্জিত বোধ করেন এবং উপসর্গগুলো অনেক সময় অন্যের কাছ থেকে লুকিয়ে রাখতে চেষ্টা করেন। অবসেসিভ-কম্পালসিভ রোগটির কোনো নির্দিষ্ট কারণ বলা যায় না। তবে এ রোগে আক্রান্তদের মস্তিষ্কে সেরোটোনিন নামে নির্দিষ্ট একটি রাসায়নিকের তারতম্য দেখা যায়। যাদের বংশে ওসিডির ইতিহাস আছে, তাদের বংশগতির মাধ্যমে, অথবা আক্রান্ত বাবা-মাকে অনুকরণের ফলে সন্তানের এ রোগের উপসর্গ দেখা দিতে পারে। এ ছাড়া গবেষণায় দেখা যায়, পরিবেশগত নানা আচরণ, বিশ্বাস, মূল্যবোধ এবং বিশেষ কিছু শারীরিক রোগের সঙ্গে এ রোগের সম্পর্ক রয়েছে।

ওসিডি একটি দীর্ঘমেয়াদি মানসিক রোগ। চিকিৎসার মাধ্যমে এর উপসর্গগুলো অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অনেক রোগীর জন্য ওষুধ, আবার কারো জন্য কগনিটিভ ও বিহেভিয়ার থেরাপি বা আচরণগত চিকিৎসা পদ্ধতিতে ভালো ফল পাওয়া যায়। গবেষণায় দেখা গেছে, ওষুধ এবং কগনিটিভ-বিহেভিয়ার থেরাপি একত্রে প্রয়োগ করলে রোগীর উপকার বেশি হয়।

লেখক : মানসিক রোগ বিশেষজ্ঞ, মেডিনোভা, মালিবাগ, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist