ডা. মহসীন কবির লিমন

  ২৩ জুলাই, ২০১৮

চোখ ভালো রাখতে

চোখ ভালো রাখতে চাইলে নিম্নোক্ত নিয়মগুলো মেনে চলা জরুরি

* মাঝে মাঝে চোখ পরীক্ষা করে দেখতে হবে। চশমার প্রয়োজন হলে দেরি না করে তার ব্যবহার শুরু করতে হবে।

* টিভি, কম্পিউটার যতটা সম্ভব কম দেখতে হবে। এগুলো দেখার সময় মাঝে মাঝে বিরতি দিতে হবে। নির্দিষ্ট দূরত্ব থেকে টিভি দেখতে হবে। একদৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকা চোখের জন্য ক্ষতিকর। পর্যাপ্ত ঘুম ও সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করা।

* টাটকা শাকসবজি ও ফলমূল খাওয়া।

* প্রখর সূর্যের আলোতে অনেকটা সময় থাকতে হলে আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক সানগ্লাস পরে চলা। সূর্যের দিকে সরাসরি না তাকানো।

* কিছু কিছু খেলার সময়, ওষুধ, কেমিক্যালস বা অন্য কোনো কোম্পানিতে কাজ করতে গিয়ে চোখে অসুবিধা *ওয়ার সম্ভাবনা থাকলে সানগ্লাস বা গ্লাস ব্যবহার করতে হবে।

* পর্যাপ্ত আলোতে পড়াশোনা করা। ক্ষীণ আলোতে পড়াশোনা যথাসম্ভব এড়িয়ে চলা উচিত।

* ধূমপান পরিহার করা উচিত। এটি চোখে ছানি পড়ার সম্ভাবনা বাড়ায় ও চোখের নার্ভের ক্ষতি করে।

* নিয়মিত ব্যায়াম করা। এতে চোখের রক্ত চলাচল বাড়ে ও দৃষ্টি ভালো রাখে।

* ডায়াবেটিস বা উচ্চরক্তচাপ থাকলে উপযুক্ত চিকিৎসা করে তা নিয়ন্ত্রণে রাখা।

* চোখে কোনো সমস্যা যেমনথ ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া, মাথাব্যথা ইত্যাদি হলে ডাক্তার দেখানো উচিত।

লেখক : ডা. নাসির উদ্দিন মাহমুদ, কনসালট্যান্ট ফিজিশিয়ান, একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist