ডা. জান্নাতুল শারমিন জোয়ার্দার

  ২৬ জুন, ২০১৮

১০০টি চুল পড়া স্বাভাবিক

টাক সমস্যা সারা বিশ্বে একটি সাধারণ ব্যাপার। সাধারণত পুরুষরা এ সমস্যায় ভুগে থাকেন। খোদ আমেরিকাতেই ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার খরচ হয় প্রতিনিয়ত এ টাকের চিকিৎসায়। দৈনিক ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর বেশি হলে বুঝতে হবে, আপনি ধীরে ধীরে টাক হয়ে যাচ্ছেন।

কারণ

* হরমোন ইমব্যারেন্স * স্ট্রেস * সার্জারি * ড্রাগ * নিউট্রিশনের অভাব * বয়স * বংশগত কারণ ইত্যাদি।

চিকিৎসা : টাকের চিকিৎসা করেননি, এমন মানুষ পাওয়া মুশকিল। তা ছাড়া অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, কবিরাজি- কোথায় টাকের চিকিৎসা নেই? এখন তো বিউটি পার্লারগুলোতেও হেয়ার ট্রিটমেন্ট থেরাপির নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

চুলপড়া বা টাকের চিকিৎসার প্রথম শর্ত হলো পুষ্টিকর খাদ্য খাওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, খুশকি ও উকুনমুক্ত থাকা। তা ছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা।

লেখক : চর্ম ও লেজার বিশেষজ্ঞ, ডক্টরস ভিউ

সাতমসজিদ রোড, শঙ্কর, ধানমন্ডি, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist