ডা. গোবিন্দ চন্দ্র দাস

  ০৭ জুন, ২০১৮

নিয়মিত কন্ট্যাক্ট লেন্সে চোখে অ্যালার্জি হতে পারে

নিয়মিত কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে সাধারণত মৃদু থেকে মাঝারি ধরনের সংক্রমণ হতে পারে। এতে চোখ লাল হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়। তবে কোনো কোনো সময় উপসর্গ খুব বেড়ে যায়, চোখের পাতা এবং কনজাংটিভাইটিভা ফুলে যায়, চোখের মধ্যে খচখচ করে এবং চোখ জ্বালা করে প্রচ-। আসুন জেনে নিই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে চোখে কোন ধরনের অ্যালার্জির সমস্যা হতে পারে-

কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জায়েন্ট প্যাপিলারি এবং জায়েন্ট ফলিকুলার কনজাংটিভাইটিস হতে পারে। এটি অনেকটা ভার্নাল কেরাটোকনজাংটি ভাইটিসের মতোই।

নরম কন্ট্যাক্ট লেন্স ব্যবহারে বেশি হয়। তবে শক্ত কন্ট্যাক্ট লেন্স ব্যবহারেও হতে পারে।

লেন্স যা দিয়ে তৈরি হয় সেই উপাদান থেকেও অ্যালার্জি হতে পারে। আবার লেন্স পরিষ্কার করার জন্য যে ওষুধ ব্যবহৃত হয় তা থেকেও হতে পারে। লেন্স অ্যান্টিব্যাকটেরিয়াল দ্রবণে চুবিয়ে পরিষ্কার করলে এটা দূর হয়ে যায়।

লেখক : অধ্যাপক, অ্যালার্জি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। চেম্বার : দি অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা সেন্টার, পান্থপথ, ঢাকা। মোবাইল : ০১৭২১৮৬৮৬০৬

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist