ডা. মতিয়ার রহমান

  ২৯ মার্চ, ২০১৮

গ্যাস্ট্রিক

গ্যাস্ট্রিক লাতিন শব্দ। এর অর্থ পাকস্থলী-সংক্রান্ত। গ্যাসের সঙ্গে এর কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। পাকস্থলীতে বেশি অ্যাসিড হলে তাকে হাইপার অ্যাসিডিটি বলে, ঘা হলে পেপটিক আলসার কিংবা গ্যাস্ট্রিক আলসার বলে। ক্যানসার হলে গ্যাস্ট্রিক ক্যানসার বলে। এ রোগ নির্ণয়ের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া আছে, আছে নির্দিষ্ট চিকিৎসাব্যবস্থা। পেটে গ্যাস হচ্ছে মনে করে অ্যান্টাসিড খাওয়া অবৈজ্ঞানিক, অপচয়। গ্যাস মনে করে গ্যাস বের করার জন্য ঢেঁকুর ওঠালে খাদ্যনালিতে আরো বেশি পরিমাণে গ্যাস আটকা পড়ে, ফলে দ্বিতীয়, তৃতীয় কিংবা বারবার ঢেঁকুর ওঠানো অনিবার্য হয়ে দাঁড়ায়।

গ্যাস্ট্রিক আমাদের সমাজে একটি আলোচিত শব্দ। এটি অনেকের কাছে নিত্যদিনের কষ্ট বা রোগ বলে বিবেচিত। গ্যাস থেকে গ্যাস্ট্রিক হয়Ñএটাই প্রচলিত ধারণা। জীবনের কোনো না কোনো সময় আমরা গ্যাস্ট্রিকে আক্রান্ত হই বলে ধারণা করি। পেটে ব্যথা, বুকে জ্বালা, খাওয়ায় অরুচি, বদহজম, ঢেঁকুর ওঠা, মলত্যাগে অনিয়ম, পেট ফেঁপে থাকা, হাত-পা জ্বালা করা, চাঁদি গরম হওয়া, অস্থিরতা থেকে শুরু করে শারীরিক সব উপসর্গকেই রোগীরা গ্যাস্ট্রিক মনে করেন। এ অসুস্থতা যে কারণেই হোক না কেন, রোগীরা হরহামেশা এর জন্য প্রেসক্রিপশন ছাড়া পেপটিক আলসারের জন্য নির্ধারিত নানাবিধ ওষুধ সেবন করে থাকেন। হাতুড়ে চিকিৎসক, ওষুধ বিক্রেতারাও এতে দারুণ উৎসাহ বোধ করেন। পেপটিক আলসার পরিপাকতন্ত্রের একটি অসুখ। এর উপসর্গে পেটে ব্যথা ও বুকে জ্বালা করেÑএটা সত্য। কিছু বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাই এ রোগ শনাক্তকরণ নিশ্চিত করতে পারে। তখনই ওষুধে তা নিরাময় সম্ভব। রোগীরা যেসব উপসর্গকে গ্যাস্ট্রিক মনে করেন, তা অন্য কোনো মারাত্মক রোগের কারণেও হতে পারে। যেমন হার্টের অসুখ ইসকেমিক হার্ট ডিজিজ, পিত্তথলিতে প্রদাহ বা পাথর, অগ্নাশয়ে প্রদাহ, আমাশয় কিংবা কোষ্ঠকাঠিন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা অন্ত্রের স্নায়বিক বৈকল্য। অ্যান্টাসিড, রেনিটিডিন কিংবা ওমিপ্রাজল গ্রুপের ওষুধে এসব অসুখ নিরাময় হয় না।

তাই সঠিক রোগ নির্ণয় করে ও গ্যাস্ট্রিকের সঠিক কারণটি খুঁজে বের করে তা চিকিৎসা করাতে হবে। তবেই এ সমস্যা থেকে পরিত্রাণ মিলবে।

লেখক : নির্বাহী পরিচালক, এপিপি

মাদার অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার ক্লিনিক

খিলগাঁও চৌরাস্তা, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist