ডা. জাহেদ পারভেজ বড়ভূঁইয়া

  ১৪ জানুয়ারি, ২০১৮

অল্প বয়সে চুল পেকে যাওয়া

শুধু পাকা চুল দিয়েই বয়স বিচার করা যায় না। আজকাল বহু কমবয়সী ছেলেমেয়েরই পাকা (সাদা) চুল দেখা যায়। সাধারণত বয়স ৪০ বছর হলেই চুল পাকা শুরু হয়। গবেষণায় দেখা যায়, এশিয়ার জাতিগোষ্ঠীর মধ্যে চুল পাকা শুরু হওয়ার গড় বয়স ৩৬ থেকে ৩৮ বছর। রোগের কথা বলতে গেলে চুলের অকালপক্বতার সঙ্গে সাধারণত কিছু AUTOIMMUNE DISEASE, যেমনÑ শ্বেতি PERNICIOUS ANEMIA থাইরয়েড গ্লান্ডের সমস্যা সম্পৃক্ত। এছাড়া অতিরিক্ত চাপ (শারীরিক, মানসিক), অতিরিক্ত ধূমপান অকাল চুল পাকাকে ত্বরান্বিত করে। শরীরে খাদ্যপ্রাণ বা ভিটামিনের অভাবেও অকালে চুল পাকতে শুরু করে। সাধারণত ভিটামিন D3, B5, B6, B9, B12-এর সঙ্গে সঙ্গে কপার, জিঙ্ক, আয়রন, আয়োডিন, প্রোটিন এবং PARA AMINO BENZOIC ACID-এর অভাবেও অকালে চুল সাদা হয়ে যায়। তবে এগুলোর মধ্যে ভিটামিন D D 31-B বহু অংশে অকালে চুল পাকার জন্য দায়ী। অতএব সাধু সাবধান অল্প বয়সে চুল পাকাকে অবহেলা না করে এর কারণ বের করুন ও চুল বিশেষজ্ঞের

পরামর্শ নিন।

চুল বিশেষজ্ঞ ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন

আরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস

ধানমন্ডি, ঢাকা

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist