কক্সবাজার প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৭

নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ৮ লাখ ৪৭১ অনুপ্রবেশ অব্যাহত

মিয়ানমার সেনাবাহিনী ও সেখানকার উগ্রপন্থি রাখাইন সন্ত্রাসীদের অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটপাট, গুলিবর্ষণের হাত থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা আট লাখ ছাড়িয়েছে। গত রোববার পর্যন্ত আট লাখ ৪৭১ রোহিঙ্গা নাগরিকের বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হয়েছে। পালিয়ে আসা এসব রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২ অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের এ নাগরিকদের প্রত্যাবাসনের আওতায় নিয়ে আসতে রোহিঙ্গা নারী-পুরুষ, শিশুদের নিবন্ধন কার্যক্রম হাতে নেয় বাংলাদেশ সরকার। এ ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় সাতটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকাজ বাস্তবায়নের কাজ করছে পাসপোর্ট অধিদফতর।

বাংলাদেশ পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের উপপরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেন জানান, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট অনুযায়ী, গত রোববার পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ছয় লাখ ৩৯ হাজার ৩২০ জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট ২০১৭-এর আগে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা দুই লাখ চার হাজার ৬০ জন। সব মিলিয়ে আট লাখ ৪৭১ রোহিঙ্গা নাগরিককে নিবন্ধনের আওতায় আনা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist