সজল চক্রবর্তী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

  ১৯ নভেম্বর, ২০১৭

বিভক্ত আ.লীগ, আলোচনায় তরীকত হেভিওয়েট ‘প্রার্থী’র খোঁজে বিএনপি

আগামী একাদশ সংসদ নির্বাচন কবে নাগাদ হবে তার দিনক্ষণ চূড়ান্ত না হলেও বড় দলের মনোনয়নপ্রত্যাশী ও সাধারণ মানুষের মধ্যে ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম জেলার বৃহত্তর ফটিকছড়ি উপজেলা নিয়ে চট্টগ্রাম-২ সংসদীয় আসন। নানা কারণে দেশে এ সংসদীয় আসনটি বেশ আলোচিত। এ আসনের বর্তমান সংসদ সদস্য তরীকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। গত দশম সংসদ নির্বাচনে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তিনি জোটগত মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে তৃতীয়বারের মতো এমপি হয়েছিলেন। সেবার তাকে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা ড. মাহমুদ হাসানের চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও জেলা ও উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সমর্থনে তিনি সহজেই এমপি হন। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। জাতীয় রাজনীতি থেকে স্থানীয় রাজনীতি বেশি প্রাধান্য পাচ্ছে। ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে এর আগে একাধিক খন্ড হয়েছে এ অঞ্চলের আওয়ামী রাজনীতি। দলীয় কোন্দল-গ্রুপিং এখন প্রকাশ্যে। চলছে সংঘাত, ঘটছে রক্তপাতের ঘটনাও। সব মিলিয়ে ফটিকছড়ি আওয়ামী লীগের রাজনীতি এখন বহু ধারায় বিভক্ত। এ দল থেকে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রত্যাশা করছেন নবীন-প্রবীণ মিলে অন্তত এক ডজন নেতা। দলীয় কোন্দল চরমে থাকায় আপাতত বেশ সুবিধায় আছেন জোটনেতা ও বর্তমান এমপি নজিবুল বশর। তাকে চ্যালেঞ্জ জানিয়ে নৌকার মনোনয়ন চাইবেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার, খাদিজাতুল আনোয়ার সনি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। একটি সূত্রমতে, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের বর্তমান এমপি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার ছেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান রুহেলকে মিরসরাই আসন থেকে নৌকা পাইয়ে দিয়ে মন্ত্রী মোশাররফ ফটিকছড়ি থেকে নির্বাচন করতে চাচ্ছেন।

ফটিকছড়িতে আওয়ামী লীগের প্রার্থীর সংখ্যা এক ডজন হলেও বিএনপিতে রয়েছে প্রার্থী সংকট। তবে ইদানিং দলটির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়েজী, চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. খুরশীদ জামিল চৌধুরী, সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা কর্নেল (অব.) আজিম উল্লাহ্ বাহার চৌধুরী মাঠে বিচরণ করছেন ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য। তবে এ আসনে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায়ে দন্ডিত সালাউদ্দীন কাদের ওরফে সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী অথবা ছেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য হুম্মাম কাদের চৌধুরী নির্বাচন করতে চান বলে আলোচনা চলছে। সব মিলিয়ে বিএনপির চেষ্টা হচ্ছে একজন হেভিওয়েট প্রার্থীকে খুঁজে বের করা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist