নিজস্ব প্রতিবেদক

  ১৮ নভেম্বর, ২০১৭

এটা বিএনপির পাল্টা সমাবেশ নয়, স্বীকৃতির ‘সেলিব্রেশন’ : কাদের

বিএনপির সঙ্গে রাজনৈতিক কর্মসূচি নিয়ে পাল্টাপাল্টি কিছু আওয়ামী লীগ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির নাগরিক সমাবেশের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সমাবেশ বিএনপির পাল্টা সমাবেশ কি না জানতে চাইলে কাদের বলেন, ‘এটা পাল্টা সমাবেশ না, আমরা এমন মনেও করি না। এটা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্বীকৃতির সেলিব্রেশন।’

এ সমাবেশে কী ধরনের বার্তা আসতে পারে-জানতে চাইলে কাদের বলেন, ‘এখানে সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, প্রধান অতিথি বাঙালির বিশ্বাসের প্রতিনিধি শেখ হাসিনা। তারা কী বলবেন বা বার্তা দেবেন, সেটা বলার ধৃষ্টতা আমি কেন দেখাব?’

ইউনেসকোতে এ ভাষণের স্বীকৃতির জন্য প্রস্তাব উত্থাপনকারী শিক্ষক রাবেয়া খাতুনকে সমাবেশে নিমন্ত্রণ করা হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবাইকে চিঠি দেওয়া হয়েছে। আমার মনে হয় ভাষণটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদের বুঝতে হবে। আমি প্রস্তাব দিলাম, তাতে কি আমি স্বীকৃতি পেলাম? কে প্রস্তাব দিল সেটা না, স্বীকৃতিটা ভাষণের।’

সমাবেশে জনসমাগমের বিষয়ে তিনি বলেন, ‘৭ মার্চ কেবল আওয়ামী লীগের সমাবেশ ছিল না। তেমনি এই সমাবেশেও সবাই আসবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাসী সবাই আসবে।’ এর আগে তিনি বঙ্গবন্ধু ভাষণের ইউনেসকোর স্বীকৃতি উপলক্ষে শনিবারের নাগরিক সমাবেশের স্থান পরিদর্শন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist