নিজস্ব প্রতিবেদক

  ২০ অক্টোবর, ২০১৭

আদালত নিয়ে দ্বিচারিতার ভূমিকায় বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আদালত নিয়ে বিএনপি দ্বিচারিতার ভূমিকায়। তিনি বলেন, মামলা পক্ষে গেলে দলটি আদালতের প্রশংসা করে আর বিপক্ষে গেলেই সরকারের হস্তক্ষেপের অভিযোগ আনে। গতকাল বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বাস র?্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

চলমান রাজনৈতিক ইস্যুতে সেতু ভবনে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিশেষ করে নির্বাচন কমিশনের সঙ্গে তা দলের সংলাপ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা এবং মামলা মোকাবিলা প্রসঙ্গে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘যখন তারা মনে করে যে এ রায়টা সরকারের বিরুদ্ধে গেছে, তখন তারা আনন্দে আটখানা। সঙ্গে সঙ্গে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এত প্রশংসা, তারা পঞ্চমুখ। আপনার বিরুদ্ধে গেলে আদালত, আদালতের স্বাধীনতা নেই, সরকারের হস্তক্ষেপ হচ্ছে। আর সরকারের বিরুদ্ধে গেলে তখন আদালতের স্বাধীনতা আছে। এই দ্বিচারিতা বিএনপির পরিহার করা উচিত।’ গত বুধবার বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার চিত্র দেখে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কর্মসূচিতে অনেক বেশি লোক হলেও তা ছিল সুশৃঙ্খল।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার গতকাল মনে হয়েছে যে, এই পার্টিটাই এ রকম। এরা ক্ষমতায় গেলে কী করবে। আমরা ক্ষমতায় থেকে নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারলাম। তারা বিরোধী দল, আগামীবার ক্ষমতায় যেতে চায়। যারা রাস্তা দখল করে জনগণকে কষ্ট দেয়, ক্ষমতায় গেলে তারা কী করবে? সেটা ভেবেই আমি শঙ্কিত হয়েছি।’ তা ছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে কমিশনে। আর এ লক্ষ্যে সেনা মোতায়েনের বিপক্ষে নয় তারা। যদিও বিষয়টি কিছু গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন হয়েছে বলে মনে করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist