নিজস্ব প্রতিবেদক

  ১৪ আগস্ট, ২০১৭

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে ইতিহাস বিকৃতি হয়েছে : আইনমন্ত্রী

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে দেশ এককভাবে কারো নেতৃত্বে স্বাধীন হয়নি বলে যে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তাতে ইতিহাস বিকৃতি হয়েছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। আর এটা অসদাচরণ কিংবা অন্য কিছু কিনা, তা খতিয়ে দেখার অবকাশ আছে।

গতকাল রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

রায়টি পড়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, “এখানে ‘বঙ্গবন্ধু’ শব্দটি ব্যবহার করা হয়নি, তবে ‘কোনো একক ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়নি’ বলে কথাটি আছে। প্রথমত, কথা হচ্ছে, এই মামলায় এটা অপ্রাসঙ্গিক। দ্বিতীয়ত, এটা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক; এবং ফাইনালি এটা ইতিহাস বিকৃত করার সমান।”

তখন একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘এটা অসদাচরণ কিনা?’ জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এটা খতিয়ে দেখতে হবে। অসদাচরণ কিংবা অন্য কিছু কিনা, তা খতিয়ে দেখার অবকাশ আছে।’

প্রধান বিচারপতির সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাক্ষাৎ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, গত শনিবার রাতে সাক্ষাৎ হয়েছে বলে এখনো সাক্ষাতের বিষয়বস্তু জানেন না। তবে এটা ঠিক, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এবং আইন বিভাগের মধ্য আলাপ-আলোচনা চলতে পারে। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আলাপ-আলোচনা চালিয়ে যাবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist