ঝালকাঠি প্রতিনিধি

  ১৩ আগস্ট, ২০১৭

সংসদ অবৈধ হলে প্রধান বিচারপতিও অবৈধ : আমু

সংবিধানের ষোড়শ সংশোধন বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘পার্লামেন্ট যদি অবৈধ হয়, তোমার নিয়োগ অবৈধ। তার কারণ এই পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত করেছেন। সেই রাষ্ট্রপতি তোমাকে নিয়োগ দিয়েছেন। তোমার নিয়োগ অবৈধ। তুমি অবৈধ চিফ জাস্টিস।’ সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে সংসদসহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর বলেন প্রধান বিচারপতি, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্ষমতাসীনরা। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতির অপসারণ দাবি করার একদিনের মাথায় শনিবার ঝালকাঠিতে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে বাক-আক্রমণ করেন শিল্পমন্ত্রী আমু।

আমির হোসেন আমু বলেন, ‘আজকে চিফ জাস্টিসের মতো লোক যদি পার্লামেন্ট নিয়ে প্রশ্ন করেন-তাকে আমি বলতে চাই, আমরা যারা আজকে পার্লামেন্টের সদস্য, এ দেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকত, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম।...কিন্তু তোমার মতো উকিল এই দেশের চিফ জাস্টিস হতে পারত না। এটা স্মরণ রাখতে হবে। বঙ্গবন্ধুর অবদানের কারণে আজকে তোমার মতো উকিল এই দেশের চিফ জাস্টিসের মর্যাদা পেয়েছে।’

১৫ আগস্ট উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে যুবকদের মধ্যে ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী। ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পুলিশ সুপার জোবায়েদুর রহমান। যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক মিজানুর রহমানসহ অনেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুবক-যুবতী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist