আদালত প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০১৭

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

মূল সংবিধানের কোনো অনুচ্ছেদ বিচার করার ক্ষমতা আদালত রাখেন না

মূল সংবিধানের কোনো অনুচ্ছেদকে কোনো আদালত বিচার করার ক্ষমতা রাখেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ফাইনাল রায়ে সমস্ত কিছু বাতিল করা হয়েছে। পঞ্চম সংশোধনীর মামলার রায়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিল সেখানে রাখা হয়েছিল, কিন্তু রিভিউ- এর আদেশে সব বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত আইন নতুন করে করতে বলা হয়েছিল।’

তিনি বলেন, ‘সংসদ আইন প্রণয়ন করবে এবং সংবিধান হলো সবার ওপরে। যে কথাটি আমি বারবার বলেছি। সংবিধানের আদি কোনো অনুচ্ছেদ কোনো বিচার বিভাগ সেটা ভালো কিংবা মন্দ সে সম্পর্কে বলতে পারবে না। আদালত ক্ষমতাপ্রাপ্ত হবেন তখনই, যখন সংবিধান সংশোধন হয়। যেখানে মূল সংবিধানে ফিরে যাচ্ছি। সংবিধানের সংশোধনীর দ্বারা মূল সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি এ কথাও বারবার বলেছি যে, আইন হবে। সে আইনে বিচার বিভাগের স্বাধীনতার জন্য যত রকম কিছু সেভ গার্ড থাকা দরকার, সেটা থাকবে। এবং সেই আইনটিকে অসাংবিধানিক ভালো-মন্দ সব বিচার করার ক্ষমতা আদালতের থাকবে। কিন্তু মূল সংবিধানের কোনো অনুচ্ছেদকে কোনো আদালত এটা বিচার করার ক্ষমতা রাখে না।’

এক প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, ‘রিভিউ রায়ে ছিল মার্শাল ল’তে জারি করা সমস্ত ফরমান- আইন অবৈধ। তবে রাষ্ট্র পরিচালনার কাজে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধতা দেওয়া হলো। তারপর আর না।’

সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল নিয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। আইন করা হবে কি না সেটা সংসদের ব্যাপার। আর বিচারপতিরা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের বৈঠকে বসেছেন এটা ওনাদের ব্যাপার।’ এ অবস্থায় জুডিসিয়াল কাউন্সিল কোনো সিদ্ধান্ত নিলে সেটা যুক্তিযুক্ত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়েও আমি কোনো মন্তব্য করব না। দেখি কী হয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist