নিজস্ব প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৭

জনগণ সচেতন থাকলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রকৃতি যে আপদই ডেকে আনুক না কেন, জনগণ সচেতন থাকলে সবকিছুই মোকাবেলা করা সম্ভব হবে।’ গতকাল বৃহস্পতিবার রাজধানীতে তিন দিনব্যাপী কারিগরি দক্ষতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইডিইবি) এবং কারিগরি-ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণের (ভোসিপিএসসি) যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। আগাম বন্যায় এবার হাওরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে উজানের ঢলের পানিতে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। পাহাড় ধসে জানমালের ক্ষতি হয়েছে। আমাদের সরকারের দক্ষ ব্যবস্থাপনায় এসব দুর্যোগ সফলভাবে মোকাবেলা করতে পেরেছি এবং করে যাচ্ছি।’

উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের দক্ষতা, কর্মনিষ্ঠা ও সততার ওপর নির্ভর করছে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন। কাজের সঠিক মান নিয়ন্ত্রণে আপনারা কোনোভাবেই আপস করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কল্যাণে প্রযুক্তির গণমুখী ব্যবহার জীবনমানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, আবারো উন্নত দেশগুলোতে ক্রমেই কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাচ্ছে; বাড়ছে নির্ভরশীল মানুষের সংখ্যা। বাংলাদেশের ৪৯ শতাংশ মানুষের বয়স ২৪ বছর কিংবা তার নিচে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সদ্ব্যবহার করতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের আগে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ছিল শতকরা ১ দশমিক ৮ ভাগ। সরকারের নানাবিধ পরিকল্পনায় তা এখন শতকরা ১৪ ভাগে উন্নীত হয়েছে। এই শিক্ষা ২০২০, ২০৩০ ও ২০৪০ সালে ২০, ৩০ ও ৫০ ভাগে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা জাপান, সিঙ্গাপুর, কোরিয়া এবং মালয়েশিয়াসহ উন্নত দেশের মতোই কারিগরি শিক্ষাকে যুগোপযোগী শিক্ষায় রূপান্তর করতে সচেষ্ট রয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘সরকারি উদ্যোগে দেশে ৩টি মহিলা পলিটেকটিক ইনস্টিটিউটসহ ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেসরকারি পর্যায়ে সরকার অনুমোদিত ৪৬৭টি পলিটেকনিক ইনস্টিটিউট চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। সরকারি প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফট চালু রয়েছে। বাকি ২৩টি জেলায় আমরা বিশ্বমানের পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করার পরিকল্পনা নিয়েছি। বিভাগীয় শহরে আরো ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া প্রতিটি বিভাগীয় শহরে একটি করে মহিলা কারিগরি স্কুল ও কলেজ স্থাপন করা হবে। ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দক্ষ মানবসম্পদ সৃষ্টির কার্যক্রম চালু রয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

প্রধানমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তিই একটি দেশ ও জাতির সামষ্টিক উন্নয়নকে এগিয়ে নিতে সক্ষম। জ্ঞানভিত্তিক দক্ষতা ও প্রায়োগিক দক্ষতার সমন্বয়ে মানবসম্পদ উন্নয়নে শিক্ষাকে ঢেলে সাজাতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist