নিজস্ব প্রতিবেদক

  ২৭ জুলাই, ২০১৭

‘পানির নিচে রাস্তা ভালো’

‘পানির নিচে রাস্তা ভালো।’-অদ্ভুত এই বক্তব্যটি লেখা রয়েছে ঢাকার ট্রাফিক বিভাগের একটি সাইনবোর্ডে। এয়ারপোর্ট থেকে বনানীর দিকে আসতে র‌্যাডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারটির গোড়ায় স্থাপন করা হয়েছে ওই সাইনবোর্ড। এটি স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগ। বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হলেও তারা জানাতে চায়, সড়কের জলমগ্ন অংশটিতে কোনো লুকানো বিপদাপদ নেই; রাস্তা ভালোই আছে। অতএব যানবাহনগুলো নির্দ্বিধায় পানির ওপর দিয়ে যেতে পারে।

সাইনবোর্ডটির একটি ছবি তুলে ফেসবুক পাতায় শেয়ার করেছেন সাংবাদিক, ব্লগার ও ইউটিউবার নূর সিদ্দিকী। তিনি জানান, একটু বৃষ্টি হলেই এয়ারপোর্ট থেকে আসা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কটির এই অংশ একদম কোমর পর্যন্ত পানিতে ডুবে যায়। স্বভাবতই অজানা বিপদ এড়াতে সড়কের জলমগ্ন অংশটি এড়িয়ে চলতে চায় যানবাহনগুলো। আর এর ফলে এই স্থানটিতে লেগে যায় অনাকাক্সিক্ষত এবং দীর্ঘস্থায়ী যানজট। যানজট নিরসনে হিমশিম খাওয়া ট্রাফিক বিভাগ এখন এই কৌশল করেছে।

সাইনবোর্ডটিকে ইতিবাচকভাবে দেখলেও নূর সিদ্দিকী বলেন, ‘সামান্য বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম যেভাবে ডুবে যায়, তাতে পুলিশ বা ওয়াসা যদি এভাবে সাইনবোর্ড দিয়ে মানুষকে সাহায্য করতে চায়, তাহলে কেমন পরিস্থিতি সৃষ্টি হবে, তা ভেবেই হাসি পাচ্ছে।’

অবশ্য ঢাকার ট্রাফিক বিভাগের এমন অদ্ভুত সাইনবোর্ড লাগানোর ঘটনা এটাই প্রথম নয়।

তবে এখানে দায়িত্বরত পুলিশের ট্রাফিক সার্জেন্ট আসাদ জানান, পানি নেমে গেলে সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হবে। পানি থাকায় লোকজন গাড়ি নিতে ভয় পায়, ফ্লাইওভারে উঠতে অনেকে থেমে যায়। এ কারণে এটি লাগানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist