নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

দেশবাসীকে শেখ হাসিনা

আওয়ামী লীগকে আবারও দেশসেবা করার সুযোগ দিন

আগামী নির্বাচনেও ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল শুক্রবার ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ভবনের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। জুমাতুল বিদা এবং লাইলাতুল কদরের জন্য এবার সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটি।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধানম-ির ৩২ নাম্বার সড়কে বঙ্গবন্ধু ভবন এবং বঙ্গবন্ধু এভিনিউসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে ধানম-ির ৩২ নাম্বার সড়কে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফুল দেওয়ার পর সভানেত্রী দলীয় নেতাদের নিয়ে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান। ওই সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর বঙ্গবন্ধু এভিনিউয়ের অনুষ্ঠানে যান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের হাতে দেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে। এই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবার সরকার গঠন করতে হবে। দেশবাসীকে বলবো, আওয়ামী লীগকে আবারো দেশসেবা করার সুযোগ দিন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের অগ্রগতি এনে দিয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা কেবল আওয়ামী লীগই পারে। জাতি যেন তা মনে রাখে।’

নিজ দলের নেতা-কর্মীদের জাতির পিতার আদর্শেও সৈনিক হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘দেশের সেবা করুন, মানুষের সেবা করুন। কী পেলাম, কী পেলাম না, সেটা বড় কথা নয়। দেশকে, মানুষকে কী দিতে পারলাম, সেটাই বড় কথা।’

যারা বিভিন্ন সময় বঙ্গবন্ধুর সমালোচনা করেছিলেন, তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘যারা তখন লিখেছিল বঙ্গবন্ধু সফল বিপ্লবী, দক্ষ সংগঠক, কিন্তু ভালো শাসক নন, তারা হয় স্বাধীনতাবিরোধী ছিল, না হয় স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করেছিল।’

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার কথাও বলেন তার মেয়ে শেখ হাসিনা।

বাংলাদেশকে ‘উদীয়মান সূর্য’ অভিহিত করে তিনি বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কিন্তু আমি জানি, বাংলাদেশের বিরুদ্ধে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। স্বাধীনতার পরাজিত শক্তি, তাদের পদলেহনকারী এবং দালালদের অভাব নেই। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, তারা ষড়যন্ত্র করবেই।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে বলেন সভানেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশের জন্য যা যা করা দরকার, করে গিয়েছিলেন। তিনি যদি আর পাঁচটি বছর বেঁচে থাকতে পারতেন, তাহলে তখনই বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতো।’

শেখ হাসিনা বলেন, ‘এ দেশের যা কিছু অর্জন, আওয়ামী লীগই এনে দিয়েছে। এই সংগঠনই বাংলাদেশকে অর্থনৈতিক অগ্রযাত্রার পথ দেখাচ্ছে। আওয়ামী লীগ এবং বাংলাদেশ একে অপরের পরিপূরক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist