নিজস্ব প্রতিবেদক

  ২৪ জুন, ২০১৭

ট্রেন ছাড়ছে সময়মতো যাত্রীরা সন্তুষ্ট : রেলমন্ত্রী

কমলাপুর রেলস্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট বলে দাবি করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ঈদ সামনে রেখে শুক্রবার দুপুরে কমলাপুরে ঘরমুখো রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এ কথা বলে তিনি।

মুজিবুল হক বলেন, ‘সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। বিভিন্ন রূটের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সঠিক সময়ে ট্রেনে যেতে পারছেন। এজন্য (তারা) সত্নোষ প্রকাশ করেছেন।’

গতকাল শুক্রবার বিকেল ৩টা পর্যšত্ম কমলাপুর রেলস্টেশন থেকে একটি বাদে সবগুলো (২৭টি) ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, যান্ত্রিক ত্রূটির জন্য রংপুর এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে। রেল কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

ঝুঁকি নিয়ে রেলের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে রেলমন্ত্রী বলেন, ‘আইনে নাই, এরপরও ঈদ উপলক্ষে ছাদে ওঠে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যাত্রীদের গায়ে হাত বুলিয়ে বোঝাতে যেন তারা ছাদে না ওঠেন।’ এর আগে বিকেল পৌনে ৩টায় স্টেশনে অপেক্ষমাণ সুবর্ণ এক্সপ্রেসের একটি বগিতে ওঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। চট্টগ্রামের উদ্দেশে সুবর্ণ এক্সপ্রেস বিকেল ৩টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও মন্ত্রীর বগি পরিদর্শনের কারণে তা নয় মিনিট দেরিতে ছাড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist