সংসদ প্রতিবেদক

  ২৩ জুন, ২০১৭

সংসদে বাজেট আলোচনা

মওদুদের জন্য খাট পাঠাতে চান নাসিম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের জন্য খাট পাঠাতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি তার এই ইচ্ছার কথা জানান। নাসিম বলেন, ‘উনি (মওদুদ) অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। বাড়িটি রাজউক দখল নেওয়ার সময় নাকি উনার খাট ভেঙে গেছে। উনি চাইলে খাট পাঠিয়ে দেব। চাইলেই পাঠিয়ে দিতে পারি।’

গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাড়িতে গত চার দশক ধরে মওদুদ আহমদ বসবাস করে আসছিলেন। সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদকে ৭ জুন ওই বাড়ি থেকে উচ্ছেদ করে রাজউক। বাড়ি ছাড়ার সময় মওদুদ বলেছিলেন তিনি ফুটপাতে থাকবেন। পরে অবশ্য মওদুদ গুলশানে অন্য একটি ফ্লাটে উঠেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, তার খাট ভাঙা। তিনি ফ্লোরে ঘুমান।

প্রসঙ্গত, এক বিঘা ১৩ কাঠা জমির ওপর ওই বাড়ি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপপরিচালক হারুনুর রশীদ। দুদকের তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২৬ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলার অভিযোগপত্র দেন। একই বছর ১৪ সেপ্টেম্বর ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক তা আমলে নেন।

অভিযোগে বলা হয়, গুলশানের যে বাড়িটিতে মওদুদ আহমদ ও তার পরিবার থাকছেন, তার প্রকৃত মালিক পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির কাছ থেকে এহসান এ বাড়ির মালিকানা পান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্র এহসানের স্ত্রী অস্ট্রিয়ার নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামে নিবন্ধন করা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে এহসান স্ত্রীসহ ঢাকা ছেড়ে যান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়। ওই বছরই মওদুদ এ বাড়ির দখল নেন। এরপর ১৯৭৩ সালের ২ আগস্ট তিনি ইনজে মারিয়া প্লাজের নামে একটি ‘ভুয়া’ আমমোক্তারনামা তৈরি করান এবং নিজেকে তার ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ওই বাড়িতে বসবাস করতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist