নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন, ২০১৭

জীবন নিয়ে ফিরতে পারব ভাবিনি : খসরু

রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলার বর্ণনা দিতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা যে ওই অবস্থা থেকে বেঁচে ফিরতে পারবেন সেটাই ভাবতে পারেননি। ওই হামলায় আমির খসরু ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি। আমির খসরু বলেন, ৫০-৬০ জনের মতো লোক লাঠিসোঁটা, রড, ছুরি, রামদা নিয়ে তাদের লক্ষ্য করে ছুটে যায় ও হামলা চালায়। ‘আমরা যে জীবন নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি, সেটাই মনে হয় অনেক কিছু। আমরা যে জীবন নিয়ে সেখান থেকে ফিরতে পারব, সেটাই আমি তখন বিশ্বাস করিনি,’ বলেন তিনি।

চট্টগ্রামে পাহাড়ধসের ঘটনার দিন শোক জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঘটনার ছয় দিন পর রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তরা বিএনপির গাড়িবহরে হামলা চালায়। হামলায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচ নেতাকর্মী আহত হন। রাঙ্গুনিয়ার ইছাখালিতে এ হামলার পর তারা স্থানীয় একটি মাদরাসায় আশ্রয় নেন। তখনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist