নিজস্ব প্রতিবেদক

  ১৮ জুন, ২০১৭

খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি ফখরুলের

‘সরকারের দুর্নীতির কারণে চালের দাম বাড়ছে’

বর্তমান সরকারের ভয়াবহ দুর্নীতির কারণে দেশে চালের দাম বৃদ্ধি এবং খাদ্যসংকট সৃষ্টি হচ্ছে দাবি করে খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ‘ভিশন-২০৩০ যুবসমাজের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এমন দাবি করেন।

‘বিএনপির অসাধু ব্যবসায়ীদের কারণে চালের দাম বাড়ছে’ খাদ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, নিজের অযোগ্যতা, দুর্নীতি ও অদূরদর্শিতা আড়াল করতে তিনি অন্যের ওপর দোষ চাপিয়ে দিচ্ছেন। সরকারের দূরদর্শিতার অভাবে আজকে এই ভয়াবহ অবস্থা। তিনি বলেন, বিএনপির সময় চালের দাম ১৭-১৮ টাকা হয়েছিল বলে তারা অনেক আন্দোলন করেছে। আর এখন চালের দাম ৬০-৭০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষের কষ্টের সীমা নেই। এ জন্য সরকার দায়ী। তাই দায় স্বীকার করে খাদ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’

জাতীয়তাবাদী যুবদল আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও কলামিস্ট মাহবুবউল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং শওকত মাহমুদ। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমার দেশ পরিবার’ আয়োজিত মানববন্ধনে ‘গোটা বাংলাদেশ একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে চলছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব দাবি করেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা থাকলেও এ প্রতিষ্ঠানকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist