আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মে, ২০১৭

ফুটফুটে এই শিশুটিও মারা গেছে ম্যানচেস্টার হামলায়

২০ আহতের অবস্থা সংকটাপন্ন : ব্রিটেনজুড়ে সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সতর্কতা

ম্যানচেস্টারে আত্মঘাতী বোমা হামলায় শিশু-নারীসহ ২২ জন নিহত হওয়ার পর যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার সতর্কতা বাড়িয়ে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের স্মরণে ম্যানচেস্টার কেন্দ্রস্থলে গতকাল বুধবার মোমবাতি প্রজ্বলন করা হয়। নিহতদের মধ্যে প্রেসটন থেকে মায়ের সঙ্গে আসা আট বছর বয়সী সাফি রোজ রউসেসের জন্য অনেকেই চোখের জল ফেলেছেন। গতকাল সকালে ম্যানচেস্টারের সেন্ট অ্যান স্কোয়ারে ফুল দিতে গিয়ে হাঁটু গেড়ে প্রার্থনায় বসে পড়েন এক বাবা। ওদিকে, কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় আহতদের মধ্যে ২০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা। সোমবার রাতের ওই বোমা হামলায় ২২ জন নিহত হন। এদের মধ্যে পোল্যান্ডের এক দম্পতিও আছেন বলে বুধবার জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী। আত্মঘাতী যে বোমাটির বিস্ফোরণ ঘটায় তাতে অনেক ধাতুর নাট-বল্টু ভরা ছিল বলে জানিয়েছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। এসব নাট-বল্টুর আঘাতে আহত অনেকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ ও হাত-পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বুধবার জানিয়েছেন ওই ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তা। ‘প্রচ- আঘাতজনিত ক্ষতের’ সঙ্গে এদের লড়াই করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বৃহত্তর ম্যানচেস্টার এলাকার স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগের প্রধান কর্মকর্তা জন রাস স্কাই নিউজকে বলেন, ‘আমরা এখন ৬৪ জন আহতকে চিকিৎসা দিচ্ছি। এদের মধ্যে কমপক্ষে ২০ জন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন, এর অর্থ তাদের অত্যন্ত জরুরি চিকিৎসা দিতে হচ্ছে।...তাদের অনেকের প্রধান অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, বড় ধরনের আঘাত পেয়েছেন। এদের দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। এগুলো প্রচ- আঘাতজনিত ক্ষত।’

এদিকে, বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকির সতর্কতা সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়ার মাত্রাকে বলা হয় ‘সংকটপূর্ণ’ স্তর। এর অর্থ হলো, যেকোনো সময় আবারও হামলা হতে পারে। ম্যানচেস্টারের সন্দেহভাজন বোমা হামলাকারী সালমান আবেদি একাই ছিলেন, না তার সঙ্গে আরো কেউ ছিল- সে বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে না পারায় সতর্কতা বাড়ানোর এই সিদ্ধান্ত। এখন যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানগুলোর নিরাপত্তায় সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist