নিজস্ব প্রতিবেদক

  ২৫ মে, ২০১৭

আগাম নির্বাচনের সুযোগ নেই মনে করছে আ. লীগ

নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপ আওয়ামী লীগ ইতিবাচক হিসেবে দেখছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইসির রোডম্যাপে আগাম নির্বাচনের সুযোগ নেই। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোতে সংস্থাটির কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও গ্রাচ্যুইটির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ইসির রোডম্যাপ আওয়ামী লীগ খুব ইতিবাচকভাবেই দেখছে। আমরা ইলেকশন কমিশনের রোডম্যাপের ব্যাপারে যা শুনছি, এ ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া পজেটিভ। ইতিবাচকভাবে দেখছি।’ ইসির রোডম্যাপ আগাম নির্বাচনের ইঙ্গিত কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটা বোধহয় সঠিক না। নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে’। এর আগে মঙ্গলবার বিকেলে একাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০১৭ সালের মধ্য জুলাই থেকে ২০১৮ সালের নভেম্বরের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে। আইন সংস্কার করা হবে ২০১৭ সালের জুলাই থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারির মধ্যে। এ ছাড়া সংসদীয় আসন পুনর্বিন্যাসের সময় নির্ধারণ করা হয়েছে ২০১৭ সালের আগস্ট থেকে ২০১৮ সালের এপ্রিল। নতুন দল নিবন্ধন ২০১৭ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের মার্চ। ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এবং চূড়ান্ত তালিকা প্রকাশ ২০১৮ সালের জানুয়ারিতে। ভোটকেন্দ্র নির্ধারণ ২০১৮ সালের জুন-আগস্ট ও তফসিল ঘোষণার পর থেকে ভোটের অন্তত ২৫ দিন আগে গেজেট প্রকাশ। প্রশিক্ষণ ২০১৮ সালের জুলাই থেকে তফসিল ঘোষণা ও ভোটের আগ পর্যন্ত।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist