আন্তর্জাতিক ডেস্ক

  ২৪ মে, ২০১৭

ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ২২, আহত ৫৯

দায় স্বীকার আইএসের, ব্রিটেনে নির্বাচনী প্রচারণা স্থগিত, বিশ্বজুড়ে নিন্দা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৫৯ জন। গত সোমবার রাতের এ হামলাকে প্রাথমিকভাবে আত্মঘাতী কর্মকা- হিসেবে শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ। হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নিতে যাওয়া সব রাজনৈতিক দল। তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে সারা বিশ্বে। ম্যানচেস্টার অ্যারিনা স্টেডিয়ামে এ হামলা চালানো হয়। ম্যানচেস্টার অ্যারিনা কর্তৃপক্ষ জানায়, ভেন্যুর বাইরে এক জনসমাগম এলাকায় বিস্ফোরণ ঘটে। কনসার্টে সে সময় প্রায় ২১ হাজার মানুষ উপস্থিত ছিলেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণে পুরো দালান কেঁপে ওঠে। সবাই আতঙ্কিত হয়ে পালাতে শুরু করেন। ইতোমধ্যে অ্যারিনা সংলগ্ন ভিক্টোরিয়া ট্রেন স্টেশনসহ বড় অ্যারিনাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ২০০৫ সালের ৭ জুলাই যুক্তরাজ্যের লন্ডনে হওয়া বোমা হামলার পর এটিই সবচেয়ে বড় হামলা। ওই ঘটনায় ৫২ জন নিহত হয়েছিল।

নির্বাচনের আড়াই সপ্তাহ আগে বিস্ফোরণের এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তেরেসা মে। তিনি হতাহতদের প্রতি ও তাদের পরিবারের পাশে রয়েছেন বলে জানান। লেবার পার্টির নেতা জেরেমি করবিন ও লিবারেল ডেমোক্র্যাট নেতা টিম ফ্যারনও তাদের সহমর্মিতা জানিয়েছেন। ভোটের প্রচার স্থগিত রেখে জরুরি পরিস্থিতি মোকাবিলায় গঠিত কোবরা কমিটির বৈঠক ডেকেছেন তেরেসা মে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি। আত্মীয় ও বন্ধুদের সম্পর্কে জানার জন্য

পুলিশ সবাইকে +৪৪০১৬১৮৫৬৯৪০০ নম্বরে যোগাযোগ করতে বলেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনার নিন্দা ও গভীর শোক প্রকাশ করেছেন। ঠিক দুই মাস আগে গত ২২ মার্চ ব্রিটিশ পার্লামেন্টের কাছে এক জঙ্গি হামলায় পুলিশসহ পাঁচজন নিহত হন, আহত হন অন্তত ৪০ জন। অুুুার ২০০৫ সালে লন্ডনের চার জায়গায় একসঙ্গে আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হন।

গত সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে দিগি¦বিদিক ছুটতে গিয়ে অনেকে নিখোঁজ হয়ে পড়ে। আর তাদের ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নিয়েছেন স্বজনরা। পুলিশের দাবি অনুযায়ী আত্মঘাতী ওই হামলাকারী ছিলেন ‘লোন উলফ’ অর্থাৎ একা একজন ব্যক্তির ‘টার্গেটেড’ কোনো স্থানে গিয়ে আত্মঘাতী হামলা করা।

প্রত্যক্ষদর্শীর বিবরণ : বিস্ফোরণের পর সেখানে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায়। অ্যান্ডি হোলি নামে একজন জানান, তিনি কনসার্ট শেষে স্ত্রী আর মেয়েকে নেওয়ার জন্য অ্যারেনার বাইরে অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ধাক্কায় তিনি প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়েন। তিনি বলেন, ‘উঠে দাঁড়িয়ে দেখি, অনেকে মেঝেতে পড়ে আছে। তখন আমার প্রথম চিন্তা ছিল যেভাবে হোক ভেতরে ঢুকে আমার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে হবে। ...কিন্তু ভেতরে তাদের খুঁজে না পেয়ে বাইরে এসে পুলিশ আর দমকল কর্মীদের সঙ্গে মিলে হতাহতদের মধ্যে আমার স্ত্রী আর মেয়েকে খুঁজতে শুরু করি। শেষ পর্যন্ত আমি তাদের অক্ষত অবস্থাতেই খুঁজে পাই।’

এমা জনসন নামের আরেকজন জানান, ১৫ ও ১৭ বছর বয়সী দুই মেয়েকে কনসার্ট শেষে নিতে অ্যারেনায় এসেছিলেন তিনি ও তার স্বামী। বিবিসি রেডিও ম্যানচেস্টারকে তিনি বলেন, প্রবেশপথের হলঘরটিতে ওই বিস্ফোরণ ঘটে এবং সেটি বোমা ছিল বলেই তার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, ‘আমরা সিঁড়ির মাথায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ কাঁচগুলো বিস্ফোরিত হলো। পুরো ভবন কেঁপে উঠল। বিস্ফোরণের শব্দ পেলাম, তারপর এল আগুনের হল্কা। অনেক মানুষ পড়েছিল আশপাশে।’

ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিয়েছেন এমন স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে বিবিসির একজন প্রতিবেদক জানিয়েছেন, আহতদের ক্ষত ‘বোমার শার্পনেলের আঘাতের মতো’।

ম্যানচেস্টারের হামলা এক আত্মঘাতীর : ম্যানচেস্টারে পপ কনসার্টের জোড়া বিস্ফোরণকে আত্মঘাতী কর্মকা- হিসেবে শনাক্ত করেছে ব্রিটিশ পুলিশ। তারা জানিয়েছে, বিস্ফোরণ ঘটিয়ে নিজেও নিহত হয়েছেন ওই লোন উলফ হামলাকারী। সোমবার রাতের ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার পুলিশ। আহত হয়েছেন কমপক্ষে ৫৯ জন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি অনুযায়ী আত্মঘাতী ওই হামলাকারী ছিলেন ‘লোন উলফ’ অর্থাৎ একা একজন ব্যক্তির ‘টার্গেটেড’ কোনো স্থানে গিয়ে আত্মঘাতী হামলা করা। এ ধরনের হামলার কারণে হামলাকারী জীবিত না থাকায় তার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ম্যানচেস্টার পুলিশের চিফ কনস্টেবল ইয়েন হপকিন্স বলেছেন, ‘এ পর্যায়ে আমরা ধারণা করছি, একজন হামলাকারীই এ হামলা চালিয়েছে। হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।’ সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হামলাস্থলেই নিহত হয়েছেন হামলাকারী। এখন বিবেচ্য হলো, তিনি নিজ সিদ্ধান্তে হামলা চালিয়েছেন নাকি কোনো নেটওয়ার্কের অংশ হিসেবে কাজ করেছেন।’

সব দলের নির্বাচনী প্রচারণা স্থগিত : যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারিনায় পপ কনসার্টে জোড়া বোমা বিস্ফোরণে আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেওয়া সবগুলো রাজনৈতিক দল। প্রথমে শুধু কনজারভেটিভ, লিবারেল ডেমোক্র্যাট এবং স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করলেও সর্বশেষ এ সিদ্ধান্তের সঙ্গে যোগ দিয়েছে ব্রিটিশ পার্লামেন্টের প্রধান বিরোধী দল লেবার পার্টি। লেবার পার্টির প্রধান জেরেমি করবিন জানিয়েছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে আলোচনা করেই সবগুলো দল সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত ৮ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনের সব ধরনের প্রচারণা কার্যক্রম বন্ধ থাকবে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় সকালে প্রকাশিত এক বিবৃতিতে ম্যানচেস্টারের ভয়াবহ ঘটনায় আতঙ্ক প্রকাশ করে জেরেমি করবিন বলেন, ‘ঘটনায় হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।’ করবিন বলেন, ‘আজ পুরো দেশ বিস্ফোরণে প্রাণ হারানোদের প্রতি শোক পালন করবে। আমি ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে কথা বলেছি। তিনি শহরের পক্ষ থেকে এ ঘটনায় প্রতিক্রিয়ার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।’

বিশ্বনেতাদের নিন্দা : হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বনেতারা। বেথেলহাম সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব সময় ব্রিটিশ জনগণের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। প্রেসিডেন্ট অব রাশিয়া নামের টুইটার অ্যাকাউন্টে হামলার প্রতিক্রিয়ায় ভøাদিমির পুতিন শোক ও সমবেদনা জানান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার পোস্টে লিখেছেন, ‘আমি ভীষণ মর্মাহত। তীব্র নিন্দা জানাই এই হামলার। আমি উদ্বিগ্ন সেই পরিবারগুলোকে নিয়ে যারা স্বজন হারিয়েছেন। আহতদের জন্য রইল প্রার্থনা।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বেঞ্চে দুঃখ প্রকাশ : যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অ্যারিনা এলাকায় পপ কনসার্টে সন্ত্রাসী হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির আগে এ দুঃখ প্রকাশ করা হয়। এ সময় প্রধান বিচারপতিকে উদ্দেশ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আজকে একটা খারাপ খবর দিয়ে শুরু করতে হচ্ছে। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ হামলায় অনেক প্রাণহানি হয়েছে। আমাদের রমনা বটমূলে যে রকম হামলা হয়েছিল। এ সময় সাত বিচারপতির আপিল বেঞ্চের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘হ্যাঁ, আমি শুনেছি। ভেরি স্যাড।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist