আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ আগস্ট, ২০২০

হজের পর এবার ওমরাহ নিয়ে ভাবনা সৌদির

করোনা পরিস্থিতিতে এবার সীমিত পরিসরে সম্পন্ন হয়েছে ব্যতিক্রমী হজ। সদ্যসমাপ্ত হজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিগগিরই ওমরাহ কার্যক্রম চালু করতে যাচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এর ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাত্র দুই সপ্তাহের মধ্যে এবার হজের প্রস্তুতি সম্পন্ন হয়। সেই অভিজ্ঞতাকে সামনে কাজে লাগাতে চায় দেশটি। এ বিষয়ে হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী ড. হোসেইন আল-শরিফ সৌদি গেজেটকে জানান, শিগগিরই তার মন্ত্রণালয় ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে। তিনি বলেন, সম্প্রতি শেষ হওয়া অভূতপূর্ব হজের অভিজ্ঞতাকে তারা মূল্যায়ন করবেন। কারণ করোনা পরিস্থিতিতে উচ্চমানের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। আল-শরিফ বলেন, হজযাত্রীদের অবশ্যই সাত দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের মধ্যে বাড়ি ছেড়ে তারা কোথাও যেতে পারবেন না।

পুরো বিষয়টি নজরদারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত রোববার হজের আনুষ্ঠানিকতা শেষ হলে মক্কায় হজযাত্রীদের তাদের আবাসনে নেওয়া হয়। এরপর তারা বিমান ও সড়কপথে বাড়ি ফেরেন। পুরো বিষয়টি তত্ত্বাবধান করে হজ মন্ত্রণালয়। চলতি মৌসুমে যারা হজযাত্রীদের নানাভাবে সেবা দিয়েছেন তাদের সবার প্রশংসা করেন আল-শরিফ। জানান, আয়োজকদের কারণে এবার হজের আনুষ্ঠানিকতা সহজ ও স্বস্তিদায়ক হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close