নিজস্ব প্রতিবেদক

  ৩১ জুলাই, ২০২০

মেডিকেলে ভর্তির প্রশ্নফাঁস

দুই আসামির দোষ স্বীকার, একজন ফের রিমান্ডে

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় করা মামলায় দুই আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আরেক আসামির ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ। দুই আসামি পারভেজ খান ও জাকির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আর জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর ফের ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনচারী আসামি পারভেজ খান ও জাকির হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আসামি জসিমউদ্দিন ভূইয়া মুন্নুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জসিমউদ্দিনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। গত ২৩ জুলাই এ তিন আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২০ জুলাই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে সিআইডি। আসামিরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতিতে প্রেস থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষার আগে শিক্ষার্থীদের সরবরাহ করত। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনায় মিরপুর মডেল থানায় ২০ জুলাই এজাহারনামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেছে সিআইডি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close