আন্তর্জাতিক ডেস্ক

  ১১ জুলাই, ২০২০

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ইতালির নিষেধাজ্ঞা

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় নিষেধাজ্ঞাভুক্ত ১৩টি দেশ হলো বাংলাদেশ, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বোসনিয়া, হার্জেগোভিনা, চিলি, কুয়েত, নর্থ ম্যাসিডোনিয়া, মোলডোভা, ওমান, পানামা, পেরু ও ডমিনিকান রিপাবলিক। বিবৃতির মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পেরানজা বলেন, যারা এসব দেশে গত ১৪ দিনের মধ্যে ভ্রমণ করেছেন তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই ১৩টি দেশ ছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন ও শেনজেন বহির্ভূত দেশগুলোর নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন। তবে তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রসঙ্গত, ইতালিতে এ পর্যন্ত ২ লাখ ৪২ হাজার ৩৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৪ হাজার ৯২৬ জন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close