নিজস্ব প্রতিবেদক

  ০৭ জুন, ২০২০

ফের কেমিক্যালের আগুনে পুড়ল পুরান ঢাকা, দগ্ধ ২

পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ফের কেমিক্যালের আগুনে পুড়ে দুজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোরে রায়সাহেব বাজারের লালচান মুকিম লেন এলাকার তিনটি গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত কেমিক্যাল থেকে হয়েছে বলে জানায়। গোডাউনে রাখা মরিচা পরিষ্কার করার জন্য ব্যবহৃত কেমিক্যাল বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এতে পুড়ে যায় তিনটি গোডাউনের জিনিসপত্র। এই ঘটনায় দগ্ধ দুজনের মধ্যে একজন রকি (২৮)। তবে আরেকজনের নাম জানা যায়নি। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, ‘রায়সাহেব বাজারের গোডাউনে আগুনের সূত্রপাত হয় কেমিক্যাল থেকে। ওই গোডাউনে নাট পরিষ্কার করার এক ধরনের কেমিক্যাল ছিল। সেই কেমিক্যাল বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সদস্যরা রিপোর্ট দিয়েছেন। কম বেশি তিনটি গোডাউনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীতে অবৈধভাবে পরিচালিত কেমিক্যালের গুদামে আগুন লেগে ১২৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরের ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুরিহাট্টা এলাকায় ভয়াবহ আগুনে অন্তত ৬৭ জনের মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close