আন্তর্জাতিক ডেস্ক

  ১৩ এপ্রিল, ২০২০

বিশ্বে মৃত্যুর মিছিল বাড়ছে আক্রান্তও

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোভিড-১৯-এ মহামারিতে বিপর্যস্ত বিশ্ব। গতকাল রোববার ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ৮২৮ হাজার জনের। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও কম নয়; এ পর্যন্ত ৪ লাখ ৪ হাজার ৩১ জন সুস্থ হওয়ার খবর এসেছে। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৮৭৯। আর মোট প্রাণহানির সংখ্যা ২০ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।

ইতালিতে মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৪৬৮ জন। আর আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ২৭১ জন। এদিকে, তিন দিন মৃত্যুর সংখ্যা কমছিল ইউরোপের দেশ স্পেনে। অন্যসব সূচকও ছিল অনেকটা নিম্নমুখী। এতে কিছুটা আশার আলো দেখলেও ফের বাড়ল মৃত্যুর সংখ্যা। গতকাল স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আরো ৬১৯ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। গত শনিবার এ সংখ্যা ছিল ৫১৯। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৯৭২ জনে। আর মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ১৯ জন। আর ফ্রান্সে ১৩ হাজার ৮৩২ জন এবং আক্রান্ত ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জন। যুক্তরাজ্যে ৯ হাজার ৮৭৫ জনের প্রাণহানি ঘটেছে। এশিয়ায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ২২৭ জন এবং মারা গেছে ৪ হাজার ৭৩৪ জন।

যুক্তরাষ্ট্র : ২০,৫৮০

ইতালি : ১৯,৪৬৮

স্পেন : ১৬,৯৭২

ফ্রান্স : ১৩,৮৩২

যুক্তরাজ্য : ৯,৮৭৫

ইরান : ৪,৪৭৪

চীন : ৩,৩৩৯

জার্মানি : ২,৮৭১

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close