কলকাতা প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

ভারতে মৃত ১০৯ আক্রান্ত ৪ হাজার

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। গতকাল সোমবার আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৯। দেশে বর্তমানে করোনায় আক্রান্ত মোট ৩ হাজার ৬৬৬ জন। ২৯১ জন এরই মধ্যে সেরে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে ৬৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। তারপরেই রয়েছে তামিলনাড়– ও দিল্লি। তামিলনাড়–তে ৫৭১ জন করোনায় আক্রান্ত আর দিল্লিতে আক্রান্ত ৫০৩ জন। এ দিনও ফের মন্ত্রকের তরফে নির্দেশিকায় মানুষকে লকডাউন মেনে চলার কথা বলা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া যাতে কেউ রাস্তায় না-বেরোন, সেই অনুরোধ করা হয়েছে।

এদিকে অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর। করোনায় আক্রান্ত হয়ে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি ছিলেন তিনি। সোমবার তাকে পরীক্ষা করে ছেড়ে দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close