নিজস্ব প্রতিবেদক

  ০৭ এপ্রিল, ২০২০

১৪ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ

করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমএইএর সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। গতকাল সোমবার সব কারখানা মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একইসঙ্গে বিজিএমইএর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চ মাসের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।

করোনাভাইরাসের কারণে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমএইএর সদস্যভুক্ত কারখানাগুলো বন্ধ রাখতে মালিকদের অনুরোধ জানানো হয়েছে। সোমবার সব কারখানা মালিকদের কাছে এ ব্যাপারে একটি চিঠি পাঠানো হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গার্মেন্ট কারখানা বন্ধ রাখতে বিজিএমইএর অনুরোধ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিজিএমইএর সব সদস্য প্রতিষ্ঠানকে যত দ্রুত সম্ভব শ্রমিকদের মার্চ মাসের মজুরিও দেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সদস্যদের সহায়তার জন্য সংগঠনটির দফতরে একটি সেল খোলা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close