চট্টগ্রাম ব্যুরো

  ১৭ ফেব্রুয়ারি, ২০২০

চট্টগ্রামে ২ মেয়রের অনুসারীদের সংঘর্ষ

চট্টগ্রামে মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে মহসিন কলেজ ক্যাম্পাসে মেয়র পদে মনোনয়ন নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে। প্রথমে কথা কাটাকাটি, এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, মেয়র ইলেকশন নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস দেওয়া নিয়ে উভয় গ্রুপের মধ্যে ঝগড়া হয়। তারপর ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বসন্তবরণ উৎসবে দুটি আতশবাজি ফোটানো হয়। সেটা নিয়ে একপক্ষ আবার উত্তেজনা ছড়ানো শুরু করে। আমরা এখন ক্যাম্পাসে আছি। এখন কোনো সমস্যা নেই।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, মেয়র নির্বাচনে মনোনয়ন তো আর মহসিন কলেজের ছাত্ররা দেননি, সেটা দিয়েছেন আমাদের সভানেত্রী শেখ হাসিনা। কলেজ ক্যাম্পাসে কেন এটা নিয়ে মিছিল করতে হবে, বুঝতে পারছি না। আমরা শুনেছি, বহিরাগতরা অস্ত্র নিয়ে ক্যাম্পাসে গেছে। আমরা তাদের গ্রেফতারের দাবি করছি।

ছাত্রলীগের রাজনীতিতে জড়িত মহসিন কলেজের শিক্ষার্থী কাজী নাঈম বলেন, মেয়র পদে মনোনয়ন দিয়েছেন নেত্রী। সেটা নিয়ে ক্যাম্পাসে মিছিল করা হয়েছে। বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিভিন্ন নেতার নামে সেøাগান দেওয়া হচ্ছিল। তখন আমরা প্রতিবাদ করেছি। এরপর তারা আমাদের ওপর হামলা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close