কায়সার হামিদ মানিক, উখিয়া

  ২৭ জানুয়ারি, ২০২০

উখিয়ায় রোহিঙ্গাদের হাতে যুবক অপহৃত মুক্তিপণ দাবি

কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গারা বেপরোয়া হয়ে উঠছে। অভিযোগ আছে ইয়াবা কারবারে সম্পৃক্ত হতে স্থানীয়দের উৎসাহিত করছে রোহিঙ্গারা। এমন একটি ঘটনা ঘটেছে রতœাপালং ইউনিয়নের ভালুকিয়া থিমছড়ি গ্রামে। টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে স্থানীয় এক যুবককে অপহরণ করেছে এক রোহিঙ্গা। চাওয়া হয়েছে মুক্তিপণ। এ নিয়ে মামলা হয়েছে। মামলার বাদী কবির আহম্মদ জানান, তার বাড়ির পাশে একটি ইটভাটায় দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন রোহিঙ্গা দিনমজুরের কাজ করে আসছিল। ইটভাটার পাশে বাড়ি হওয়ায় তার প্রবাসী ছেলে আলাউদ্দিনের (২৫) সঙ্গে রোহিঙ্গাদের সখ্য গড়ে ওঠে। এক পর্যায়ে আলাউদ্দিন যুক্ত হয় ইয়াবা পাচারে। ইয়াবা লেনদেন নিয়ে রোহিঙ্গা শ্রমিক জাহেদুল আলম কিছু টাকা আলাউদ্দিনের কাছ থেকে পাওনা ছিল।

গত ২০ জানুয়ারি বুধবার রোহিঙ্গা জাহেদুল আলম আলাউদ্দিনকে লম্বাশিয়া আমবাগান ক্যাম্পের তার বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে শুক্রবার সকালে মুঠোফোনে কে বা কারা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে আলাউদ্দিনকে খুনের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার সেকেন্ড অফিসার এস আই প্রভাত কর্মকার জানান, ইয়াবার লেনদেন নিয়ে অপহরণের ঘটনাটি ঘটেছে। অপহৃত প্রবাসী আলাউদ্দিনকে উদ্ধারের চেষ্টা চলছে। ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় তিনজন রোহিঙ্গাকে আসামি করে মামলা করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close