ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০১৯

মর্গে নিথর ছোঁয়া মনি হাসপাতালে বাবা-মা

লাশঘরে শিশুটির নিথর দেহ। ফুটফুটে সুন্দর এই শিশুটি। পায়ে লাল রঙের নেইলপলিশ দেওয়া। নতুন পোশাক পরিহিত। সদর হাসপাতালের লাশঘরে এক নজর শিশুটিকে দেখতে গিয়ে চোখের পানি ঝরছে অনেকের। শিশু লাশঘরে। মা-বাবা ঢাকার হাসপাতালে ভর্তি। ট্রেন দুর্ঘটনায় শিশুটির জীবন থামিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষে ১৭ জনের মৃত্যুর তালিকায় ৩ বছরের শিশু ছোঁয়া মনিও রয়েছে। তার বাবা সোহেল মিয়া চট্টগ্রামের গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেন ও মাতা নাজমা বেগমসহ ৩ সদস্যের এই পরিবারটি সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। দুর্ঘটনায় কেড়ে নেয় শিশুটির প্রাণ। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং বড়বাজার এলাকায়। নিহত হওয়ার পর শিশুটির ঠাঁই হয় সদর হাসপাতাল মর্গে। আর মা-বাবাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া পরে হবিগঞ্জ এবং সেখান থেকে ঢাকায় প্রেরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটিকে দেখে অনেক মানুষ সদর হাসপাতালে ভিড় করছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close