নিজস্ব প্রতিবেদক

  ১২ নভেম্বর, ২০১৯

যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত

যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত রোববার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হয়েছে। বিভিন্ন সংগঠনের উদ্যোগে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে হজরত মোহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, সমাবেশ, পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে মাঠে আশেকানে মাইজভা-ারী অ্যাসোসিয়েশন মহাসম্মেলন, জশনে জুলুশ (আনন্দ শোভাযাত্রা) ও মোনাজাতের আয়োজন করে। সেখানে মহানবীর জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে শান্তি মিছিল বের করা হয়। এ ছাড়া বাংলাদেশ মাইজভা-ারী ফোরাম ও আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভা-ারিয়া সংগঠনের উদ্যোগেও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য বিষয়ে আলোচনা, জশনে জুলুশ, শান্তি সমাবেশ ও ধর্মীয় শোভাযাত্রা বের করা হয় রাজধানীর বিভিন্ন স্থানে। রোববার ছিল ১২ রবিউল আউয়াল। বিশ্ব সাম্য ও মানবতার বার্তাবাহী বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) এ দিনে জন্মগ্রহণ করেন। এটি তার ওফাত দিবসও। দিনটিকে মুসলিম বিশ্ব পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। মুসলমানসহ বিশ্বের শান্তিকামী মানুষের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রোববার সরকারি ছুটি পালিত হয়। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। বাংলাদেশ বেতার, টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close