কলকাতা প্রতিনিধি

  ১৫ অক্টোবর, ২০১৯

সিংহাসনে বসে উচ্ছ্বসিত সৌরভ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন সৌরভ গাঙ্গুলী। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে প্রথমবার আসীন হতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সৌরভ। নতুন দায়িত্ব পাওয়ার পর ‘প্রিন্স অব কলকাতা’ বলেন, ‘বিসিসিআইয়ের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। তাই এই সময়ে সভাপতি হতে পারায় দারুণ খুশি। এটা আমার কাছে মস্ত বড় একটা দায়িত্ব।’ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআই। আর ভারত হলো ক্রিকেট পাওয়ার হাউস। সৌরভের কাছে তাই দায়িত্বটা ভীষণ চ্যালেঞ্জিং। অবশ্য লোঢা কমিটির সংস্কারপ্রথা অনুযায়ী, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মাত্র ১০ মাস কাজ করার সুযোগ পাবেন ভারতের অন্যতম সফল অধিনায়ক। এর আগে ৫ বছর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি ছিলেন তিনি।

তবে বোর্ড সভাপতি হওয়ায় আগামী বছরের জুলাইয়ে ক্রিকেট প্রশাসন থেকে তিন বছরের জন্য কুলিং অফে যেতে হবে সৌরভকে। এমনিতেও আগামী জুলাইয়ে সিএবি প্রেসিডেন্টের পদ ছাড়তে হতো মহারাজকে। কারণ লোঢা সংস্কার অনুসারে টানা ৬ বছর বোর্ড বা রাজ্য ক্রিকেট সংস্থার এক বা একাধিক পদে থাকতে পারবেন না কেউ।

সৌরভের ভাষ্য তার প্রথম কাজ হবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের দিকে নজর দেওয়া। এর আগে এই ব্যাপারে প্রধান নির্বাহীকে অনুরোধও করেছিলেন তিনি। এছাড়া রঞ্জি ট্রফির দিকেও তীক্ষè দৃষ্টি থাকবে দাদার। ক্রিকেটারদের আর্থিক স্বার্থের ব্যাপারটাও গুরুত্ব সহকারে দেখবেন ৪৭ বছর বয়সি সৌরভ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close