নিজস্ব প্রতিবেদক

  ১২ অক্টোবর, ২০১৯

ময়নাতদন্তের রিপোর্ট

কাফরুলে বিষক্রিয়ায় স্ত্রী ছেলেসহ ব্যবসায়ীর মৃত্যু

বিষক্রিয়ার কারণেই বায়োজিদ ও তার স্ত্রী-সন্তানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এ কে এম মঈন উদ্দীন। গতকাল শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি জানান, শুক্রবার সকাল ১০টা থেকে ময়নাতদন্ত শুরু করে শেষ হয় দুপুর ১টায়। ময়নাতদন্তে স্ত্রী ও পুত্রের পাকস্থলীতে এবং বায়েজিদের মুখে বিষের গন্ধ মিলেছে।

ডা. মঈন উদ্দীন জানান, তিনটি লাশ থেকেই ভিসেরা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে। প্রত্যেকের কিডনি, লিভার, পাকস্থলী থেকে টিস্যু সংগ্রহ করা হয়েছে। সেগুলো এখন পরীক্ষার জন্য পাঠানো হবে। এছাড়া ময়নাতদন্তের সময় বায়েজিদের গলায় একটি দাগ দেখা গেছে। আর তার মুখে মিলেছে বিষের গন্ধ। এর পাশাপাশি স্ত্রী ও তার ছেলের পাকস্থলীতেও বিষের গন্ধ পাওয়া গেছে। সব রিপোর্ট হাতে পেলে, পূর্ণাঙ্গ রিপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ডা. মঈন উদ্দীন। এর আগে গত বৃস্পতিবার বিকালে রাজধানীর মিরপুরের কাফরুলের ব্লক-ডি, রোড-৫ এর ১০/১ নম্বর বাড়ির তৃতীয়তলায় সরকার মোহাম্মদ বায়োজিদ (৪৭), তার স্ত্রী

অঞ্জনা আক্তার (৪০) এবং ওই দম্পতির একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানের (১৭) লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বায়েজিদের ঘরের দেয়ালে সাঁটানো ৫০ থেকে ৬০টির মতো চিরকুট জব্দ করা হয়। আর এসব চিরকুট দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঋণে জর্জরিত বায়েজিদ হতাশাগ্রস্ত ছিলেন। দেয়ালে সাঁটানো চিরকুটে অনেক কিছুই লেখা ছিল। এর মধ্যে কিছু চিরকুটে লেখা ছিল ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close