আদালত প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

ছাত্রদলের কাউন্সিল স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত এ আদেশ জারি করেন। কোর্ট থেকে নোটিস নিয়ে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে যাচ্ছেন আদালতের প্রতিনিধিরা। জানা যায়, জনৈক আমান উল্লাহ নামের এক ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে আদালতের দ্বারস্থ হলে কোর্ট এ আদেশ দেন।

এ বিষয়ে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতি পদে ৯ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close