নিজস্ব প্রতিবেদক

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

শাহজালালে ৫০ লাখ টাকার ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক যাত্রীর লাগেজ থেকে প্রায় ৫০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের (সিএইচডি) প্রিভেনটিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। গ্রিন চ্যানেলে নজরদারি ও তল্লাশি চালিয়ে জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনসের এসভি ৮০২ ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ আসাদ গ্রিন চ্যানেল অতিক্রমের পর তাকে চ্যালেঞ্জ করা হয়।

সাজ্জাদ আরো জানান, পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার লাগেজে চেক করে ১ লাখ ৩২ হাজার পিস বিদেশি ওষুধ পাওয়া যায়। আটক ওষুধের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দ করা ওষুধের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close