চট্টগ্রাম ব্যুরো

  ২৩ আগস্ট, ২০১৯

চট্টগ্রামে ধর্ষণের ঘটনায় ‘ভণ্ডপীর’ রিমান্ডে

নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর থেকে গত ১৮ আগস্ট গ্রেফতার হওয়া ভ-পীর মোহাম্মদ নেজাম উদ্দিন প্রকাশ ওরফে নেজাম মামাকে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত তাকে এক দিনের রিমান্ড দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ জানান, ১৬ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় কথিত পীর মোহাম্মদ নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মামাকে এক দিনের রিমান্ডে দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত।গত ১৮ আগস্ট সন্ধ্যায় আরেফিন নগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনির ‘নেজামে খানকা’ থেকে কথিত ওই পীরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ভন্ডপীর ‘নেজাম মামা’ হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার সাহাবুদ্দীন চৌধুরীর ছেলে। আরেফিন নগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনিতে তিনি থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

তথাকথিত এই ভন্ডপীর ‘নেজাম মামা’ সম্পর্কে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, উক্ত নেজাম উদ্দিন আরেফিন নগর এলাকায় মুক্তিযোদ্ধা কলোনিতে খানকা খুলে মানুষকে ঝাড়ফুঁক করতেন, তাবিজ দিতেন। তার কাছে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসত। গত ১০ দিন আগে নেজাম উদ্দিন খানকায় মহেশখালী থেকে একজন মহিলা আসেন। ওই মহিলা ভয় পাচ্ছেনÑ এমনটা জানিয়ে সেদিন রাতে তার সঙ্গে ঘুমানোর জন্য এক কিশোরীকে খানকায় ডেকে আনেন নেজাম উদ্দিন। পরে রাতে অন্য একটি রুমে নিয়ে কিশোরীকে ধর্ষণ করেন ওই ভন্ডপীর। ভয় দেখিয়ে ওই কিশোরীকে পরবর্তীতে আরো ছয়বার ধর্ষণ করেন নেজাম উদ্দিন। কাউকে জানালে কিশোরীর ক্ষতি হবে বলে ভয়ও দেখায়। পরে ওই কিশোরী তার মাকে ঘটনা খুলে বললে তারা থানায় এসে অভিযোগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close