বাসস

  ২১ জুলাই, ২০১৯

লন্ডনে দূত সম্মেলনে প্রধানমন্ত্রী

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশের রাষ্ট্রদূতদের এক সম্মেলন গতকাল লন্ডনে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সেখানে গিয়েছেন। ইউরোপে দায়িত্বপালনরত রাষ্ট্রদূতদের নিয়ে এই প্রথম এ ধরনের কোনো সম্মেলন অনুষ্ঠিত হলো।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয় নিশ্চিত করে জানান, ইউরোপের বিভিন্ন দেশে দায়িত্ব পালনকারী বাংলাদেশের ১৫ জন রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং স্থায়ী প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।

তারা হলেন আবু জাফর (অস্ট্রিয়া), মো. শাহাদৎ হোসেন (বেলজিয়াম), মুহম্মদ আবদুল মুহিত (ডেনমার্ক), কাজী ইমতিয়াজ হোসেন (ফ্রান্স), ইমতিয়াজ আহমেদ (জার্মানি), জসিম উদ্দিন (গ্রিস), আবদুস সোবহান সিকদার (ইতালি), শেখ মোহাম্মদ বেলাল (নেদারল্যান্ডস), মুহম্মদ মাহফুজুর রহমান (পোল্যান্ড), রুহুল আলম সিদ্দিক (পর্তুগাল), ড. এস এম সাইফুল হক (রাশিয়া), হাসান মোহাম্মদ খন্দকার (স্পেন), নাজমূল ইসলাম (সুইডেন), শামিম আহসান (সুইজারল্যান্ড) এবং সাইদা মুনা তাসনীম (যুক্তরাজ্য)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close