মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৭ জুলাই, ২০১৯

পদ্মা-যমুনার পানি বৃদ্ধি

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে। এতে উভয় ঘাটে ফেরি পারাপারের জন্য যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরিতরকারি বা পচনশীল কাঁচাপণ্যবাহী ট্রাক আটকে পড়ে বিপাকে পড়েছেন চালকরা। এ ছাড়া দুর্ভোগের শিকার হচ্ছেন দূরপাল্লার পরিবহন শ্রমিক, পণ্যবাহী ট্রাক মালিক ও হাজার হাজার যাত্রী। অগ্রাধিকারভিত্তিতে যাত্রীবাহী বাস পারাপার করা হলেও পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হচ্ছে। ফলে পচনশীল পণ্যবোঝাই ট্রাকের চালক-সহকারীরা দুশ্চিন্তায় রয়েছেন।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলেছে, দুই সপ্তাহ ধরে নদীর পানির বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে স্রোতও বাড়ছে। ফলে ফেরি পারাপারে বিঘœ ঘটছে। ২০টি ফেরি বরাদ্দ থাকলেও ৬টি কম চালাতে হচ্ছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক (বাণিজ্য) জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ছোট-বড় মিলে ৫ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে আবহাওয়া ঠিক থাকলে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close