পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১০ জুলাই, ২০১৯

আত্রেয়ী ও ফারাক্কার সংস্কারে হাসিনার সাহায্য চান মমতা

আত্রেয়ী নদীর পরিস্থিতি এবং ফারাক্কা ব্যারাজের সংস্কার নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আত্রেয়ী নদীর পরিস্থিতি নিয়ে রাজ্য বিধানসভায় প্রশ্ন উঠেছে। উত্তরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, আত্রেয়ী নদীর বর্তমান পরিস্থিতি খারাপ। ফারাক্কা ব্যারাজের সংস্কার না হওয়াই এর কারণ। কিন্তু এই বিষয়গুলো কেন্দ্র সরকার দেখেনি বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দুই দেশের বৈঠকেও নদীর সংস্কার নিয়ে কোনো কথা হয় না বলে অভিযোগ করেছেন তিনি। তার অভিযোগ, ফি বছর বাংলা ডুবছে, দামোদর ভ্যালি করপোরেশন বা ডিভিসির সংস্কার হয় না, ফারাক্কার ড্রেজিং হয় না। বন্যা হলে জল ছেড়ে দেয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড। কেন্দ্রকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি।

ভৌগোলিক কারণেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে অন্য রাজ্যের জল ঢুকে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মমতা। বিষয়টি বারবার কেন্দ্র সরকারকে জানিয়েও কোনো ফল হয়নি, তাই এটি বিধানসভায় উত্থাপন করেছেন। অন্যদিকে তার অভিযোগ প্রতিবেশী দেশ বাংলাদেশের দিকে আত্রেয়ী নদীতে বাঁধ দেওয়ার ফলে কম জল আসছে পশ্চিমবঙ্গে। হাসিনাকে লেখা চিঠিতে বিষয়টি উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close