নিজস্ব প্রতিবেদক

  ২০ জুন, ২০১৯

শিক্ষার্থীদের আন্দোলনে অচল বুয়েট

নিয়মিত শিক্ষক মূল্যায়ন, নতুন ছাত্রকল্যাণ দফতরের পরিচালককে অপসারণ, গবেষণায় বরাদ্দ বাড়ানোসহ ১৬ দফা দাবি আদায়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে পড়েছে। গতকাল বুধবার টানা পঞ্চম দিনের মতো ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে শহীদ মিনারের পাশেই ক্যাম্পাসের ভেতরের পলাশী-বকশী বাজার রাস্তা অবরোধ করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে দিনের কর্মসূচি স্থগিত করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র যন্ত্রকৌশল বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাসান সরোয়ার সৈকত বলেন, টানা পঞ্চম দিনের মতো আমাদের আন্দোলন চললেও আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষায় ফিরব না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close