ক্রীড়া প্রতিবেদক

  ২০ জুন, ২০১৯

সাকিবকে নিয়ে দুশ্চিন্তায় অজিরা!

ব্যাটসম্যান সাকিব আল হাসানকে সামলাতে অস্ট্রেলিয়া কী ভাবছে, তা জানার উপায় নেই। তবে বোলার সাকিবকে আটকাতে বিশ্বচ্যাম্পিয়নরা সাহায্য নিচ্ছে অ্যাশটন অ্যাগারের। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে থাকা বাঁহাতি এই স্পিনারকে নেটে খেলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। এর আগে নিউজিল্যান্ডও বাংলাদেশ ম্যাচের আগে নেটে ডেকেছিল বিশ্বকাপ দলের বাইরে থাকা তাদের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে। বিশ্বকাপ দলে থাকা লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, অফ স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে নেটে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথদের বোলিং করেন অ্যাগার। আগামী বহস্পতিবার নর্দাম্পটনে ‘এ’ দলের প্রথম ম্যাচে খেলতে পারেন অ্যাগার। এর পরও তাকে নেটে ডেকে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিয়েছে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ অলরাউন্ডারকে সামলানোর সর্বোচ্চ প্রস্তুতি নিতে তারা কতটা উন্মুখ।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার জানান, বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবের অনুরূপ একজন স্পিনারকে সামলানোর সুযোগ হাতছাড়া করতে চাননি তারা, ‘সাকিব সম্ভবত বিশ্বের সেরা অলরাউন্ডার এবং বাঁহাতি স্পিনার। অ্যাগারের এখানে আসা, ওকে এখানে পাওয়া দারুণ ব্যাপার। গত বছর এ সময়ে ও জাতীয় দলে ছিল।’

বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন সাকিব। বিশ্বকাপে টানা চার ম্যাচে করেছেন ফিফটি, এর শেষ দুটিতে সেঞ্চুরি। আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের শীর্ষে। হাত ঘুরিয়ে নিয়েছেন ৫ উইকেট। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে সবচেয়ে বড় অবদান ছিল সাকিবের। ১৫৩ রানে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ের আগে তাই হয়তো বাঁহাতি এই স্পিনারের কাছাকাছি একজনকে খেলে প্রস্তুতি নিয়ে রাখছে অস্ট্রেলিয়া।

পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ। আজ নটিংহামের ট্রেন্ট ব্রিজে অজিদের যাবতীয় পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে সাকিব দেশকে আরো দুটি মূল্যবান পয়েন্ট এনে দিতে পারেন কি না, সেজন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় থাকতেই হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close