নিজস্ব প্রতিবেদক

  ১১ জুন, ২০১৯

বিএসএমএমইউতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ অব্যাহত রেখেছেন চাকরিপ্রার্থী চিকিৎসকরা। এ বিক্ষোভের মধ্যেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আরো কোনো আলোচনা করা হবে না বলেও সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য কনক কান্তি বড়ুয়া। তিনি দাবি করেন, লিখিত পরীক্ষায় কোনো অনিয়ম হয়নি, সব নিয়মকানুন মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এদিকে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে যখন বিক্ষোভ শুরু হয়, তখন মৌখিক পরীক্ষাও শুরু হয়। এই মৌখিক পরীক্ষা চলবে ৮ জুলাই পর্যন্ত। তবে লিখিত পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। বিএসএমএমইউয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া বলেন, ‘রেজাল্ট কম্পিউটার দিয়ে দেখা হয়। কম্পিউটারে যে রেজাল্ট আসছে, সেই রেজাল্ট আমরা পাবলিশ করেছি। এখানে কোনো অনিয়ম হয়নি। যারা অনিয়মের অভিযোগ করছে, তারা ইতোমধ্যে হাইকোর্টে রিট করেছে। সেই রিটের জন্য অপেক্ষা করুক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close