নিজস্ব প্রতিবেদক

  ২০ মে, ২০১৯

‘বাঘাবাড়ী ঘি’

কারখানা সিলগালা জরিমানা ২২ লাখ

হাইকোর্টের আদেশ অমান্য করে উৎপাদন চালু রাখায় ‘বাঘাবাড়ী ঘি’ নামের দুটি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে র‌্যাব। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর গোড়ানে বাঘাবাড়ী ঘির দুটি কারখানায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় তারা দেখতে পান আদালতের নির্দেশের পরও ঘি উৎপাদন করা হচ্ছে। তবে কারখানার মালিকের দাবি, আদালতের নির্দেশের পর তারা উৎপাদন বন্ধ রেখেছেন। এ নিয়ে ভ্রাম্যমাণ আদালতের প্রতিনিধির সঙ্গে কারখানা মালিকের বাগ্বিত-া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নি¤œমান প্রমাণিত হওয়ায় ৫২টি খাদ্যপণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৫২টি পণ্যের একটি ‘অনিল ঘোষের বাঘাবাড়ী স্পেশাল গাওয়া ঘি’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close