কক্সবাজার প্রতিনিধি

  ১৯ মে, ২০১৯

মালয়েশিয়াগামী ৮৪ রোহিঙ্গা উদ্ধার দালাল আটক

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজার ও সেন্টমার্টিন থেকে ৮৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ ও কোস্টগার্ড। এ সময় পাঁচ দালালকেও আটক করা হয়। গতকাল শনিবার ভোরে কক্সবাজারের পেকুয়া ও সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে তাদের উদ্ধার করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে জানান, সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার জন্য দালালচক্র পেকুয়ার উজানটিয়া জেটিঘাটে লোকজন জড়ো করে। এ সময় ওই এলাকায় অভিযান চালিয়ে ৬৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ৩১ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুতুপালং ক্যাম্প থেকে পালিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছিল বলে জানায়।

অন্যদিকে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার ফয়েজুল ইসলাম ম-ল জানান, সেন্টমার্টিন সৈকতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এ সময় পাচারে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে উদ্ধার হওয়া সাতজন নারী এবং ১০ জন পুরুষ রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close