নিজস্ব প্রতিবেদক

  ১৭ মে, ২০১৯

পদবঞ্চিতদের দাবি

কমিটিতে বিতর্কিত সদস্য ১৭ নয়, ৯৯

ছাত্রলীগের ৩০১ সদস্যের নতুন কমিটিতে শ’খানেক বিতর্কিত সদস্য থাকলেও মাত্র ১৭ জনের নাম প্রকাশ করায় হতাশা ব্যক্ত করেছেন পদবঞ্চিতরা। তারা পূর্ণাঙ্গ কমিটির ৩০১ সদস্যর মধ্যে ৯৯ জনকেই ‘বিতর্কিত’ বলে আখ্যা দিয়েছেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বিতর্কিত ৯৯ জনের তালিকাও প্রকাশ করেছেন এ কমিটির পদবঞ্চিতরা। তাদের দাবি, ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক বিতর্কিত ১৭ জনের তালিকা প্রকাশ করেছেন। তাতেই প্রমাণ হয়, আমাদের দাবি যৌক্তিক। তবে ১৭ জন নয়, এই কমিটিতে ৯৯ জনই বিতর্কিত। এ সময় পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়ার আগে নেতাদের ডোপ টেস্ট করানোর দাবিও জানান পদবঞ্চিতরা।

এ সময় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক (বর্তমানে পদবঞ্চিত) সাইফ বাবু বলেন, বিতর্কিত মাত্র ১৭ জনের কথা এলেও এ কমিটিতে শতাধিক সদস্য বিবাহিত ও চাকরিজীবী, তাদের ছাত্রত্বের বয়স শেষ হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা মামলা, বিএনপি-জামায়াত সমর্থক হওয়ার অভিযোগ আছে। তাদের খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। এতে আমরা আনন্দিত। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। নির্দেশ অমান্য করলে শক্ত জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আন্দোলনরত পদবঞ্চিত নেতাদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close