চট্টগ্রাম ব্যুরো/সীতাকুণ্ড প্রতিনিধি

  ১৬ মে, ২০১৯

সীতাকুন্ডে শিপইয়ার্ডে আগুন : নিহত ১, দগ্ধ ৫

চট্টগ্রামের পুরোনো জাহাজভাঙার কেন্দ্র সীতাকুণ্ডের বারো আউলিয়া এলাকায় শিপইয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন মো. রুবেল (২৭) নামে এক শ্রমিক। পরিত্যক্ত জাহাজ কাটার সময় এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। জনৈক নুর নবী মানিকের মালিকানাধীন প্রিমিয়ার ট্রেড করপোরেশন নামে একটি ইয়ার্ডে এ দুর্ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে জাহাজের গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় গুরুতর ১০ জনকে চমেক মেডিকেলে ভর্তি করা হলে এদের মধ্যে রুবেল নামে একজন মারা যান।

নিহত রুবেল নোয়াখালী জেলার সেনবাগ কাদিরপুর এলাকার শেখ আহম্মদের ছেলে। এদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ও অপর পাঁচজনকে চমেক বার্ন ইউনিটে ভর্তি করা। মেডিকেলে ভর্তি আছেন নওগাঁর মান্দা থানার পাইকপাড়া এলাকার গিয়াস সরদারের ছেলে মাসুদ (১৯), একই জেলার সদর থানা হাসান গাজীবাড়ির মো. খোকার ছেলে মো. সোহেল (২৩), মো. জলিল (৩০), রাজশাহী জেলার পুঠিয়া খামার দাগা হজরতের ছেলে আল আমিন (২৮) ও সীতাকুন্ড উপজেলার বারো আউলিয়ার বাসিন্দা মৃত এস এম নজরুল ইসলামের ছেলে মো. মামুনুল ইসলাম (৩৫)।

কুমিরা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন পাশা বলেন, অক্রিঅ্যাসিটিলিন শিখা দিয়ে জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ পরিত্যক্ত তেলে পড়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ৮টার সময় জাহাজ কাটার সময় আগুন লাগার ঘটনা ঘটলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আর গুরুতর আহতদের চমেক হাসপাতালে প্রেরণ করি।

সীতাকুন্ডের কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ কাটার সময় আগুন লাগলে ছয়জন আহত হন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন সূত্রপাতের কারণ তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close